দেশকন্ঠ প্রতিবেদন : গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সির উদ্যোগে দিনব্যাপী মাঠ দিবস পালিত হয়েছে শনিবার ৬ মে ২০২৩। গাজীপুরস্থ কন্ট্রোল ফার্ম অডিটোরিয়ামে ‘বোরো বীজ ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের সভাপত্বিত করেন বীজ প্রত্যয়ন এজেন্সীর ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ আহমেদ শাফী।
সকাল ১০টা থেকে প্রতিনিধিরা রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ১০;৪৫ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বীজ প্রত্যয়ন এজেন্সির প্রকল্প পরিচালক ড. মো সাদিকুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীজ প্রত্যয়ন এজেন্সির উপ-পরিচালক [মান নিয়ন্ত্রয়ণ] কৃষিবিদ মো. এনায়েত-ই-রাব্বি। প্রবন্ধে কৃষিবিদ মো. এনায়েত-ই-রাব্বি বেরো বীজ ফসলের গুণগত মান নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে ভেজাল বীজের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে ভেজাল বীজ সরবরাহকারী থেকে শুরু করে ব্যবহারকারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর সভা বিরতি দেওয়া হয়। বিরতিকালে প্রধান অতিথিসহ অতিথিদের প্লট পরিদর্শণে নিয়ে যান বীজ প্রত্যয়ন এজেন্সির উপ-পরিচালক [মান নিয়ন্ত্রয়ণ] কৃষিবিদ মো. এনায়েত-ই-রাব্বিসহ উপস্থিত কর্মকর্তারা।
মধ্যাহ্ন বিরতির পর শুরু মুক্ত আলোচনা। এই আলোচনা অংশ নিয়েছেন অংশগ্রহণকারী কৃষিবিদ এবং প্রতিনিধিরা। মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আমাদের বিশ্বাস বীজ প্রত্যয়ন এজেন্সির মাধ্যমে অচিরেই দেশে একটি শক্তিশালী বীজ শিল্প গড়ে উঠবে। ফলো বীজের মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে, দেশে টেকসই খাদ্য নিরাপত্তা অর্জিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, বীজ প্রত্যয়ন এজেন্সি উচ্চ গুণাগুণসম্পন্ন ও প্রতিকূলতা সহিষ্ণু জাতের মানসম্পন্নসহ বীজ উৎপাদন ও বিতরণে উৎপাদনকারীদের মাধ্যমে তৃণমূলের কৃষকদের দীর্ঘদিন যাবৎ প্রত্যয়ন সেবা নিশ্চিত করে আসছে। তিনি আরো, পূর্বের তুলনায় অধিক পরিমাণ বীজ ফসলের জমি প্রত্যয়নের আওতাভুক্ত হওয়ায় দেশের পাবলিক এবং প্রাইভেট সেক্টরে বীজের মান সার্বিকভাবে উন্নত হয়েছে। উন্নত বীজ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশ উৎপাদনে কাঙ্ক্ষিত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
মাঠ দিবসে আবারো বলা হয়েছে, বীজ প্রত্যয়ন এজেন্সি নিষ্ঠার সাথে প্রজনন ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণীর বীজ নমুনা যা বীজ পরীক্ষার জন্য প্রেরিত হয় সেগুলোর বি নমুনা মাঠে উৎপাদনপূর্বক বীজ ফসলের মাঠ মান যাচাই করে। পাশাপাশি এর ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে মাঠে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘নিজেরা বীজ উৎপাদন করতে হবে।... নিজেরাই মানসম্পন্ন উন্নত বীজ উদ্ভাবন-উৎপাদন করব।’ সেই নির্দেশনা অনুযায়ীই বীজ প্রত্যয়ন এজেন্সি সৃষ্টি লগ্ন থেকে দেশে মানসম্পন্ন বীজ উদ্ভাবন উৎপাদনের করছে। সেই বীজ তৃণমূলের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সম্প্রতি বছরে এক জমিতে পাঁচবার ধান উৎপাদনের পরীক্ষামূলক আবাদ হচ্ছে।
দেশকণ্ঠ/আসো