• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৪    ঢাকা সময়: ১৩:৩৪

বালিশ দিয়ে ঢাকলেন লজ্জা

দেশকন্ঠ প্রতিবেদন : ‌বলিউড অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘ দিন ধরেই তার চেয়ে ১১ বছরের বড় মালাইকা অরোরার সঙ্গে প্রেম করছেন। মালাইকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের একটি ছবি পোস্ট করেন, সেখানে অর্জুনের শরীরে কাপড় নেই। বালিশ নিয়ে ঢেকেছেন লজ্জা। অর্জুনের এই অর্ধনগ্ন ছবি শেয়ার করেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন মালাইকা অরোরা। ছবিটি খুবই ব্যক্তিগত পরিসরে তোলা তা ছবিটি দেখেই বোঝা যাচ্ছে। সোফায় বসে রিল্যাক্স মুডে রয়েছেন অভিনেতা। খালি গায়ে দু হাত ছড়িয়ে বসে তিনি। গায়ে কোনো পোশাক নেই, গোপনাঙ্গ ঢাকতে রাখা বালিশ। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার অলস ছেলে’।
 
ছবি দেখা মাত্রই শেয়ার হতে থাকে সেই ছবি। পাশাপাশি সেই ছবি ঘিরে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এবার সেই ট্রোলারদের উদ্দেশ্যে মুখ খুললেন অর্জুন কাপুর। তিনি লেখেন ‘অ্যাটেনশন দেওয়ার থেকে শান্তিই ভালো, নীরব থাকাই ভালো’। ২০১৯ সালে অর্জুন কাপুরের জন্মদিনে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মালাইকা অরোরা। অর্জুনের থেকে ১১ বছরের বড় মালাইকার সঙ্গে প্রেমের কারণে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় এই জুটিকে। অর্জুনের ছবি সামনে আসতেই কেউ লেখেন, ‘দুজনেরই কোনো কাজ নেই। শুধু পাবলিসিটি স্টান্ট।’ কেউ আবার লেখেন, ‘অর্জুনকে কেউ নগ্ন দেখতে চায় না, এইসব ছবি প্রাইভেট ফোল্ডারেই রাখা ভালো’।
 
সম্প্রতি মালাইকা অরোরাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়েই সবকিছুর শেষ! বিয়ে হলেই কি সব হয়ে যায়, সব শেষ হয়ে যায়? বিয়ে এমন একটি বিষয়, যা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। যদি সেই সিদ্ধান্তটা আমাদের নিতে হয়, তা হলে আমরা চিন্তা করে সিদ্ধান্ত নেব এবং কথা বলব। এই মুহূর্তে, আমরা শুধু জীবনকে ভালোবাসি। আমরা আমাদের প্রি-হনিমুন পর্ব উপভোগ করছি।’
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।