• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৪০    ঢাকা সময়: ২২:৪০
ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক নাকচ বেইজিংয়ের

আমেরিকা ও চীনের মধ্যে নতুন উত্তেজনা

দেশকন্ঠ ডেস্ক : আমেরিকার সঙ্গে নিরাপত্তা বৈঠকের অনুরোধ নাকচ করেছে চীন। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই আমেরিকা দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠানের অনুরোধ করেছিল কিন্তু চীন তা নাকচ করে।
 
মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল ৩০ মে জানিয়েছে, চীনের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সম্ভবত এ কারণে বেইজিং বিরক্ত। এজন্যই চীন এই বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে মনে করা হচ্ছে। সিঙ্গাপুরে চলতি সপ্তাহে নিরাপত্তা ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের অবকাশে আমেরিকা ও চীনের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠানের অনুরোধ করেছিল।
 
এ বিষয়ে পেন্টাগনের একটি বিবৃতির বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মে মাসের প্রথম দিকে আমেরিকা দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠকের যে অনুরোধ জানিয়েছিল গত রাতে বেইজিং তা প্রত্যাখ্যান করেছে। আমেরিকা ও চীনের মধ্যে বর্তমানে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান দীপকে মার্কিন অস্ত্র সরবরাহ নিয়ে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে। এর মধ্যে আমেরিকা চীনের প্রতিরক্ষামন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।