• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৭    ঢাকা সময়: ২৩:২৭

করাচিতে ক্লাউডব্রাস্ট সাইক্লোন সতর্কতা

দেশকন্ঠ প্রতিবেদন : আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় আরও শক্তি সঞ্চার করে ভারতের গুজরাটের কুচে আঘাত হানবে। ভারতের আবহাওয়া দপ্তর সোমবার (১২ জুন) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি কুচ ছাড়াও সৌরাষ্ট্রে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। এমন সতর্কতার মধ্যে সোমবার গুজরাটের কুচ থেকে সাধারণ মানুষকে নিচু স্থানগুলো থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কান্দলার বন্দর কর্তৃপক্ষ।
 
ঘূর্ণিঝড়ের আগে নিয়ম অনুযায়ী, কান্দলার বন্দর থেকে সোমবার ছয়টি জাহাজ সরে গেছে। এছাড়া আরও ১১টি জাহাজ সমুদ্রে চলে যাবে। এদিকে দ্রুত দিক পাল্টানোয় ঘূর্ণিঝড়টি সরাসরি পাকিস্তানের করাচিতে আঘাত হানবে না বলে জানিয়েছেন দেশটির সিন্ধ প্রদেশের মূখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। তবে করাচিতে ক্লাউডব্রাস্ট হতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সোমবার করাচিতে এক সংবাদ সম্মেলনে মূখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, ‘যেহেতু ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তিত হচ্ছে, এটি সরাসরি করাচিতে আঘাত হানবে না। তবে ঝড়ো বাতাস ও ভারীবৃষ্টিপাত পরিলক্ষিত হবে। এক ঘণ্টার মধ্যে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২০২২ সালে যে তীব্রতার ক্লাউডব্রাস্ট দেখা গিয়েছিল সেটি ঘটবে।’
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।