• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:২৬    ঢাকা সময়: ২২:২৬

যুক্তরাষ্ট্র মানব পাচার প্রতিবেদনে আফগানিস্তান রাশিয়ার সমালোচনা

দেশকণ্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্র মানব পাচার প্রতিবেদনে আফগানিস্তান, রাশিয়া ও অন্যান্যদের সমালোচনা করেছে। বিশ্বব্যাপী মানব পাচার সম্পর্কে বার্ষিক জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। এই সমস্যায় জর্জরিত দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, চীন এবং রাশিয়া।
 
পররাষ্ট্র দপ্তরের মানব পাচার বিষয়ক বার্ষিক তিন স্তরের প্রতিবেদনে সবচেয়ে নীচুর স্তরে যে ২৪ টি দেশ রয়েছে, তার মধ্যে আছে বার্মা, ক্যাম্বোডিয়া ‌ৱ,ইরিত্রিয়া,উত্তর কোরিয়া,দক্ষিণ সুদানো ভেনেজুয়েলা। এই স্তর ৩ হচ্ছে সর্বনিম্ন স্তরেরও নীচে এবং এর তাৎপর্যপূর্ণ উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না। আর তাই এই দেশগুলো সম্ভবত নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এই প্রতিবেদনে বিশেষ ক্ষেত্র হিসেবে লিবিয়া , সোমালিয়া ও ইয়েমেনেরও নাম রয়েছে। সেখানে গৃহযুদ্ধের কারণে তথ্য পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
 
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মতে এ বছরের প্রতিবেদেন অনেকগুলো উদ্বেগজনক দিকের কথা তুলে ধরেন যেমন বালক ও তরুণদের পাচার , বাধ্যতামূলক শ্রমের সম্প্রসারণ এবং অনলাইন ব্যবহার করে শ্রমিক পাচার এ সব বেড়েই চলেছে। ব্লিংকেন বলেন, “ করোনা ভাইরাসের কারণে এই প্রবণতা খুব বেড়ে যায়। মানবপাচারকারীরা ব্যাপক বেকারত্বকে পূঁজি করে, ভূয়া চাকরি দেখিয়ে এই আন্তর্জাতিক চক্রে জড়িত হতে তাদের বাধ্য করে”।
 
ব্লিংকেন অবশ্য ২০২৩ সালের প্রতিবেদনে অগ্রগতির কথাটি তুলে ধরেন বিশেষত বিশ্বজুড়ে কয়েক ডজন দেশ মানববাচার রোধ করতে, রক্ষা পাওয়া লোকদের সুরক্ষিত করা এবং যারা এ ধরণের অপরাধ করে তাদের বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হচ্ছে ।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।