• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:২৯    ঢাকা সময়: ১৩:২৯

বিয়ে শেষে কাজে ফেরার পালা আশিসের

দেশকন্ঠ প্রতিবেদন : ‌বয়স প্রায় ৬০। নতুন করে বিয়ে করেছেন গত মাসে। এ জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেতা আশিস বিদ্যার্থীকে। তবে সেসব সামলে নিয়েছেন। সব নিন্দাকে উড়িয়ে দিয়ে স্ত্রী রূপালির সঙ্গে মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন অভিনেতা।  এবার কাজে ফেরার পালা। সম্প্রতি নিজের কর্মজীবনের একাধিক ছবি পোস্ট করে জনসমক্ষেই কাজ চাইলেন আশিস। তিনি আরও লেখেন- জীবন মানুষকে অনেক দামি শিক্ষা দেয়। এখন আমি আমার কাজ নিয়ে কথা বলতে গিয়ে গর্ব বোধ করি। ছোট চরিত্র হোক, বা বড়— আমি মনপ্রাণ ঢেলে আমার কাজ করে গিয়েছি। তাই সেই কাজ নিয়ে আমার কোনও লজ্জা নেই। আশিসের আশা, অভিনেতা হিসাবে তার ‘জার্নি’ অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে।
 
আশিস লেখেন, আমি কাজ করতে রাজি, সব সময় রাজি! ইনস্টাগ্রামের পাতায় নিজের অভিনয় জীবনের একাধিক ছবি পোস্ট করেন আশিস। সঙ্গে লেখেন, আমাদের কাজই আমাদের হয়ে কথা বলবে। কাজ আমাদের পরিচিতির একটা বড় অংশ, আমাদের সম্পূর্ণ পরিচিতি নয়। কিন্তু আমাদের কাজই আমাদের গর্বের জায়গা হওয়ার উচিত। যখন আমি ‘স্ট্রাগলিং অ্যাক্টর’ হিসাবে আমার কর্মজীবন শুরু করেছিলাম, তখনই জানতাম, আমি আমার মা-বাবার একমাত্র সন্তান। তাদের দেখাশোনাও আমাকেই করতে হবে। তাদের একটা বিশেষ ধরনের জীবন উপহার দিতে চেয়েছিলাম আমি। তাতে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে জানতাম। সেটা মাথায় রেখেই আমি সব ধরনের অভিনয়ের কাজ করেছি। সব কাজ হয়তো আমি নিজেও করতে চাইনি। কিছু কাজ করে প্রবল সমালোচনা, বিদ্রুপের শিকার হয়েছি। কিন্তু আমি জানতাম আমাকে কাজ করে যেতে হবে। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।