• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৩৪    ঢাকা সময়: ২৩:৩৪

চিলিতে ৭ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্মের সন্ধান

দেশকন্ঠ প্রতিবেদন : ‌দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সাত কোটি ২০ লাখ বছর আগের তৃণভোজী ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি সন্ধান পাওয়া চ্যাপ্টা মসৃণ চোয়ালের এই ডাইনোসরের বসবাস ছিল চিলিতে। গোনকোকেন ন্যানোই নামে পরিচিত এই ডাইনোসর। এরা লম্বায় চার মিটার ও ওজন হতো এক টন পর্যন্ত! সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। প্রায় এক দশক ধরে চলা গবেষণার পর এই আবিষ্কারের কথা জানালেন বিজ্ঞানীরা। চিলির আন্টার্কটিক ইনস্টিটিউট পরিচালিত গবেষণা চলাকালীন ২০১৩ সালে একটি ন্যাশনাল পার্কের কাছে হলুদ রঙ্গের কিছু হাড়ের ভগ্নাংশ পাওয়া গিয়েছিল।
 
এর পরের ধাপের কাজ ছিল জীবাশ্মবিদদের। উদ্ধার হওয়ার হাড়গুলো নতুন প্রজাতির, নাকি আগেই সন্ধান পাওয়া পুরোনো পরিচিত কোনও প্রজাতির ডাইনোসরের, সেটা নিশ্চিত করেন তারা। গবেষণাপত্রের অন্যতম লেখক আলেক্সান্ডার ভারগাস বলেন, গোনকোকেন ন্যানোই হাঁসের মুখের মতো চ্যাপ্টা মসৃণ চোয়ালের ডাইনোসর। তবে তারা তত উন্নত প্রজাতির ডাইনোসর নয়। বরং পুরোনো প্রজাতিরই, যারা বংশপরম্পরায় বিবর্তনের মাধ্যমে উন্নত প্রজাতিতে পরিণত হয়েছে। এ গবেষণাপত্রে জানানো হয়েছে, প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন, দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত এমন একই প্রজাতিরই তৃণভোজী ডাইনোসর। কিন্তু যতই গবেষণা এগোতে থাকে, ততই তারা বুঝতে পারেন, এটা একেবারেই নতুন প্রজাতি।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।