• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৪    ঢাকা সময়: ১৪:০৪

ঢাকা অঞ্চলের ২১টি প্রতিষ্ঠানের ৩০টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

  • শিক্ষা       
  • ২১ এপ্রিল, ২০২৪       
  • ৬৩
  •       
  • ০১:৩৭:২৪

দেশকন্ঠ অনলাইন :  ঢাকা অঞ্চলের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি ভবন ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এসব ভবনের সামনে সাইনবোর্ড টানানোর নির্দেশ দিয়েছে সরকার। ২১ এপ্রিল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এসব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ নামে প্রকল্পের আওতায় নিয়োগ করা পরামর্শ সেবা প্রতিষ্ঠান ওইসব অধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলার সুপারিশ করেছে।

রাজউকের পাঠানো তালিকা অনুযায়ী ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন ৪২টি অধিক ঝুঁকিপূর্ণ ভবন সাত দিনের মধ্যে খালি করাসহ সিলগালা বা ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানকে নির্দেশনা দিয়ে গত ৩ এপ্রিল একটি চিঠি জারি করে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৩০টি অধিক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।

ভবনের তালিকা
রাজধানীর বাড্ডার বাড্ডা আলতাফুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা ভবন ও বাড্ডা আলতাফুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ৫ তলা ভবন, সাভারের ভাকুর্তা সরকারি উচ্চবিদ্যালয়ের ২য় তলা ভবন, নারায়ণগঞ্জ সদরের দেলপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের ৪ তলা ভবন, রাজধানীর ঢাকার পাটুয়াটুলির ঢাকা কলিজিয়েট স্কুল ৫ তলা ভবন, কদমতলী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ১০ তলা ভবন, মিরপুরের সরকারি বাংলা কলেজের ৪ তলা ভবন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি কদম রসুল কলেজের ২ তলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা তুমুলিয়ার সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের ৩ তলা ভবন, রাজধানীর ডেমরা থানার উত্তর মান্ডার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা ভবন, মিরপুর ১৩ নম্বরের হাজী আলি হোসেন উচ্চ বিদ্যালয়ের ৪ থলা ভবন, সূত্রাপুরের কবি নজরুল সরকারি কলেজের ৩ তলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ আর আর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, কেরাণীগঞ্জের কালিন্দি এলাকার কেরানীগঞ্জ বালিকা স্কুল অ্যান্ড কলেজজের ৩২ তলা ভবন, মালিবাগ চৌধুরীপাড়ার খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের ২য় তলা ভবন, সূত্রাপুরের করাতিটোলা সিএমএস উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ৫ তলা ভবন, যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা ভবন, সাভারের ভাকুর্তার শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের ৩ তলা ভবন, রাজধানীর তেজকুনি পাড়ার তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, ঢাকা কলিজিয়েট স্কুলের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জ সদরের দেলপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের ৪ তলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারি শ্রমিক কলেজের ২য় তলা ভবন, রাজধানীর ডেমরা থানার উত্তর মান্ডার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজের ৩ তলা ভবন,  নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জের সরকারি মহিলা কলেজের ২ তলা ভবন।
দেশকন্ঠ //

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।