• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:০৮    ঢাকা সময়: ০৩:০৮

বেড়েছে এআই কম্পিউটারের বাজার

দেশকন্ঠ অনলাইন : বিশ্বব্যাপী বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পার্সোনাল কম্পিউটার বা এআই পিসির বিক্রি। প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২০ শতাংশ বেড়ে ১ কোটি ৩৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে।

এসময় বিক্রি হওয়া এআই পিসির মধ্যে ৫৩ শতাংশ হিস্যা নিয়ে প্রথম অবস্থানে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসি। উইন্ডোজ ১১-এর সম্প্রসারণ ও প্রসেসরের উন্নতির কারণে পিসিতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে এখনো বেশিরভাগ এআই পিসি নির্মাতা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এক্ষেত্রে ক্যানালিসের পরামর্শ, এআই পিসি যে গুরুত্বপূর্ণ তা গ্রাহকদের আশ্বস্ত করতে হবে। পাশপাশি কম্পিউটারে এআই প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে ও হচ্ছে, তাও জানাতে হবে।

ক্যানালিসের প্রধান বিশ্লেষক ঈশান দত্ত বলেন, ‘২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে এআই পিসির অগ্রগতি বেশ দ্রুত হয়েছে। পুরো প্রান্তিকেই স্ন্যাপড্রাগন এক্স সিরিজের চিপযুক্ত কোপাইলট প্লাস পিসি প্রথমবারের মতো বাজারে পাওয়া গেছে। একই সময় এএমডি রাইজেন এআই ৩০০ পণ্য ও ইন্টেল লুনার লেক সিরিজ উন্মুক্ত করেছে। এক্স ৮৬ চিপসেটে কোপাইলট প্লাস পিসি সাপোর্ট করে না। বিক্রেতারা মাইক্রোসফটের পক্ষ থেকে এ সংশ্লিষ্ট হালনাগাদের অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে, চলতি মাসে এ হালনাগাদ আসতে পারে।’

তিনি জানান, এআই পিসির সুবিধা সম্পর্কে অংশীদার ও গ্রাহক উভয়কেই বোঝানোর ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এখনো অনেক কাজ করতে হবে। তবে গ্রাহকরা এ প্রযুক্তিতে আগ্রহী হবে কিনা, সে বিষয়ে অনেক পিসি বিক্রেতা নিশ্চিত নন। সাম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ৩১ শতাংশ বিক্রেতার ২০২৫ সালে কোপাইলট প্লাস পিসি বিক্রি করার পরিকল্পনা নেই। অন্যদিকে ৩৪ শতাংশ বিক্রেতা ভবিষ্যতে অল্পসংখ্যক এআই পিসি বিক্রয়ের কথা জানিয়েছেন।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।