• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৬:৩২    ঢাকা সময়: ০২:৩২

নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের চমক

দেশকন্ঠ অনলাইন : মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট দ্যা ভার্জ এর প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনে মেটা। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনকে সহজ এবং আরও সুবিধাজনক করে তুলবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য গ্লোবালভাবে চালু করা হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ভয়েস ক্লিপের টেক্সট সংস্করণ তৈরি করবে। বিশেষত, যখন আপনি ভয়েজগুলো শুনতে পারবেন না।

নতুন এই ফিচারের মাধ্যমে সেরা দিকটি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। তবে শুধুমাত্র যারা এই ফিচারটি চালু করবেন তারাই ট্রান্সক্রিপশন দেখতে পারবেন। তাছাড়া ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলো সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলো হোয়াটসঅ্যাপের অ্যান্ড-টু-অ্যান্ড ট্রান্সক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে।

তবে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। ফিচারটি চালু করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে ‘Chats’ অপশনে যেতে হবে। এরপর ‘Voice message transcripts’ নির্বাচন করতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিচারটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই পাওয়া যাচ্ছে- অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ।

এদিকে অন্য এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বার্তা লিখে সংরক্ষণ করে রাখতে পারবে। যেটির নামকরণ করা হয়েছে ‘ড্রাফট ফিচার’। এর ফলে অসমাপ্ত মেসেজও খুঁজে পেতে পারবে অ্যাপ ব্যবহারকারীরা। কারণ ই-মেইলের মতোই তা স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে।

এটি শুধু মাত্র খসড়া মেসেজের ফিচার, বাড়তি আর তেমন কোনো সুবিধা নেই। গোটা বিশ্বেই অ্যাপে সুবিধাটি আসছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ পুরোপুরি টাইপ করার জন্য কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে-সুস্থে করে মেসেজ টাইপ করা যাবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অসমাপ্ত বার্তা হোয়াটসঅ্যাপ সবুজ রঙের ড্রাফট হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই ব্যবহারকারী ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলোকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।

এছাড়া ‘কাস্টম লিস্ট’ নামে আরেকটি ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে পরিবার, অফিস, বন্ধুদের নিয়ে তৈরি করা গ্রুপ নিজের পছন্দ মত সুসংগঠিত করা যাবে। তাছাড়া লিস্টের নাম পরিবর্তন, সহজে ডিলিট এবং লিস্ট পুনরায় সাজানো যায়। এতে দ্রুত অ্যাক্সেস ও চ্যাট তালিকায় বিশৃঙ্খলা কমায়।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।