• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:২০    ঢাকা সময়: ০৮:২০

নোবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটে অংশগ্রহণ করবে ১৭৮২ ভর্তিচ্ছু

  • শিক্ষা       
  • ০২ মে, ২০২৪       
  • ৬৪
  •       
  • ০০:৪২:৫৪

দেশকন্ঠ অনলাইন : গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)  ৩ মে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা। এ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৭৮২ জন পরীক্ষার্থী।

২ মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনের মোট ৪২টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টাব্যাপী চলবে এ পরীক্ষা। ভর্তি পরীক্ষা আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইতোমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কক্ষ ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে দেয়া হয়েছে। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বাস সুবিধার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষা ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান বলেন, "নির্বিঘ্নে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল বডি ও পুলিশের টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।"
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।