• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:২৩    ঢাকা সময়: ১৫:২৩

অসুস্থ প্রিয়ঙ্কা সব শো বাতিল

দেশকণ্ঠ অনলাইন : সব শো বাতিল, সব শো বাতিল, অসুস্থতার খবর নিজেই জানান প্রিয়ঙ্কার স্বামী নিক। বাতিল করলেন আসন্ন বেশ কিছু শো। কী এমন হল তাঁর?
 
চলতি বছরই মেয়ে ও স্বামীকে নিয়ে দেশে এসেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি নিজের লস অ্যাঞ্জেলেসের বাড়ি সারিয়েছেন। সেই সব ছবিও ভাগ করে নেন প্রিয়ঙ্কা। এর মধ্যেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নিক জোনাস। অসুস্থতার খবর নিজেই জানান এই আমেরিকান পপ তারকা। বাতিল করলেন আসন্ন বেশ কিছু শো, অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন নিক।
 
মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎই গলা ধরে যায়। অবস্থা এমন যে কথা বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত। ইনস্টাগ্রামের পাতায় অসুস্থ হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘‘খবরটা মোটেই খুশির নয়। কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না। গলায় ব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। চিকিৎসক বলেছেন কিছু দিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরব। তবে মনখারাপ লাগছে এ ভাবে শো বাতিল করার জন্য। আশা করছি আপনাদের পাশে পাব।’’ শেষে নিক লেখেন, ‘‘এমন একটা সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। কথা দিলাম অগস্ট মাসের শোয়ে ১২০ গুণ ফিরিয়ে দেব।’’
দেশকণ্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।