দেশকন্ঠ অনলাইন : প্রাক-প্রাথমিকসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল ৭ মে মঙ্গলবার থেকে সকল কার্যক্রম ২০২৪ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী যথারীতি চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার এক নোটিশে মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রাক-প্রাথমিকসহ), শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার সমূহের শ্রেণী কার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী যথারীতি চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো। একই সাথে গত ২৪ এপ্রিলে জারিকৃত আদেশের কার্যকারিতা রহিত করা হয়।
উল্লেখ্য, কয়েক দফা ছুটি ঘোষণার পর গত রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৪ মে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য মানতে হবে কিছু শর্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ- শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ এপ্রিলে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, ২৫ এপ্রিলের তাপ-প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়- এমন সব কার্যক্রম সীমিত থাকবে।
দেশকন্ঠ//
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।