• বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:৫০    ঢাকা সময়: ১৪:৫০

৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড ম্যাকলাফলিন-লেভরোনের

  • ক্রীড়া       
  • ১০ আগস্ট, ২০২৪       
  • ৭৭
  •       
  • ১১:০৫:০৯

দেশকন্ঠ অনলাইন : প্যারিস অলিম্পিকে নারীদের ৪০০ মিটার হার্ডলসে  স্বর্ণ পদক  জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন-লেভরোন। অলিম্পিকের ইতিহাসে ৪০০ মিটার হার্ডলসে টানা দু’টি  স্বর্ণ পদক জয়ী প্রথম নারী এখন লেভরোন।

২০২১ সালে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ  জিতেছিলেন লেভরোন। এবার প্যারিসে ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক  জিতেছেন তিনি।

গত জুনে ইউজেনিতে অলিম্পিক ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড সময় নিয়েছিলেন এই অ্যাথলেট। এছাড়াও এই নিয়ে ষষ্ঠবার এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী লেভরোন।

এই ইভেন্টে লেভরোনের স্বদেশি অ্যানা ককরেল ৫১.৮৭ সেকেন্ড সময় জিতেছে রুপা। নেদারল্যান্ডসের ফেমকে বোলের ৫২.১৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতে নেন।

নারীদের ৪০০ মিটার হার্ডলসে দ্রুততম ১০টি টাইমিংয়ের মধ্যে ৭টিরই মালিক এখন লেভরোন। ৪০০ মিটার হার্ডলসে লেভরোন ছাড়া ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে শেষ করতে পারেননি ইতিহাসের আর কোন নারী অ্যাথলেট।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।