• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:০৫    ঢাকা সময়: ১৭:০৫

বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

  • ক্রীড়া       
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৪       
  • ৫৭
  •       
  • ২২:৪৭:২২

দেশকন্ঠ অনলাইন : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ফাইনালে ভারত শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বাংলাদেশকে তারা ২-০ গোলে হারিয়েছে।  

ভারত দু'টি গোলই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে কর্নার থেকে ভারত প্রথম লিড নেয়। ডান প্রান্ত থেকে করা কর্নার দুই ডিফেন্ডারের মধ্যে ভারতীয় ফুটবলার হেডে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া বিকল্প ছিল না।

বাংলাদেশ সেমিফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল। ফাইনালেও চেষ্টা ছিল সমতা আনার। খেলায় ফেরার সুযোগও পেয়েছিল। দুই বার গোলরক্ষককে বক্সের মধ্যে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ সেমিফাইনালে ইনজুরি সময়ে সমতা এনেছিল। ফাইনালে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। তাই খানিকটা আশা ছিল বাংলাদেশের। তবে আজ ফাইনালে অবশ্য অন্য চিত্র হয়েছে। সমতা আনার পরিবর্তে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল হজম করে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ভারত ২-০ গোলের লিড নিয়ে শিরোপা নিশ্চিত করে।

বাংলাদেশ দল আগামীকাল সকালে দেশে ফিরবে।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।