• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:১৫    ঢাকা সময়: ১৪:১৫

মিথুন-হাকিমের ব্যাটে হ্যাট্টিক জয়ে প্লে-অফে খুলনা

  • ক্রীড়া       
  • ১৯ ডিসেম্বর, ২০২৪       
  • ১১
  •       
  • ২০:২৫:২০

দেশকন্ঠ  অনলাইন : টানা তিন ম্যাচ জিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা বিভাগ।

আজ লিগ পর্বের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে খুলনা ৩৪ রানে হারিয়েছে রংপুর বিভাগকে। এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে প্লে-অফে এলিমিনেটর ম্যাচ খেলবে খুলনা। সেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে চট্টগ্রাম।

খুলনার বিপক্ষে ম্যাচের আগেই প্লে-অফ নিশ্চিত করেছিলো টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রংপুর। প্রথম কোয়ালিফাইয়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রংপুর। ৭ ম্যাচে মেট্রোর ১৪ ও রংপুরের আছে ১০ পয়েন্ট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ রানের সূচনার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে বড় জুটি পায় খুলনা। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম ও মোহাম্মদ মিথুন ৬৮ রানের জুটি গড়েন। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৬৬ রানে আউট হন হাকিম।

তৃতীয় উইকেটে ৯০ রানের জুটিতে খুলনার বড় সংগ্রহের পথ তৈরি করেন মিথুন ও ইমরুল কায়েস। শেষ ওভারে আউট হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন মিথুন। তার ৪৯ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা ছিলো। ৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে অপরাজিত ৪০ রান করেন ইমরুল। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় খুলনা।

জবাবে খুলনার দুই স্পিনার শেখ পারভেজ জীবন ও টিপু সুলতানের ঘূর্ণিও সামনে বড় ইনিংস খেলতে পারেনি রংপুরের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে ম্যাচ হারে রংপুর।

ঝড়ো হাফ-সেঞ্চুরিতে দলের হারের ব্যবধান কমিয়েছেন অধিনায়ক আকবর আলি। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে ৫২ রান করেন আকবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন আব্দুল্লাহ আল মামুন।

খুলনার জীবন ও সুলতান ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিথুন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।