• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:২৩    ঢাকা সময়: ১১:২৩

১৪৬ রানে অলআউট বাংলাদেশ ভারতের লক্ষ্য ৯৫ রান

  • ক্রীড়া       
  • ০১ অক্টোবর, ২০২৪       
  • ৬২
  •       
  • ১৪:৪২:৩২

দেশকন্ঠ অনলাইন :  কানপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ভারতের দরকার ৯৫ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ৯ উইকেটে ২৮৫ রান করেছিল ভারত।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ২৬ রান করেছিল বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ২৬ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

আজ শেষ দিন বাকী ৮ উইকেটে ১২০ রান যোগ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে ওপেনার সাদমান ইসলাম ৫০, মুশফিকুর রহিম ৩৭, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ ও জাকির হাসান ১০ রান করেন।

দলের পক্ষে আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।

জসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।

কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আড়াই দিন নষ্ট হয়েছে বৃষ্টি ও মাঠের সমস্যার কারণে। ড্র করতে হলে বাংলাদেশের মাটি আকড়ে পড়ে থাকার কোনো বিকল্প নেই।

তবে গৌরবময় অনিশ্চয়তার খেলায় কত কী যে হতে পারে, সেটাই দেখা যাচ্ছে আজ পঞ্চম দিনে।

সিরিজের শেষ টেস্ট জিততে ভারতকে করতে হবে ৯৫ রান।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।