• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩৬    ঢাকা সময়: ২১:৩৬

সার্টিফিকেশন বোর্ডে ‘দরদ’ পাস মুক্তি নভেম্বরে

  • বিনোদন       
  • ০৮ অক্টোবর, ২০২৪       
  • ৩৩
  •       
  • ২২:১১:১৭

দেশকন্ঠ অনলাইন : শাকিব খানকে নিয়ে অনন্য মামুন নির্মাণ করছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। আনকাট ছাড়পত্র পেয়েছে ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।  

সিনেমাটি দেখে পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘দরদ’ পাস। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনো গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইন উপদেষ্টা বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করে সিনেমার ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে।’

কাজী হায়াৎ আরো বলেন, ‘গ্রেড সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। ‘দরদ’ প্রেমের সিনেমা। আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, ‘দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। ‘দরদ’ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক সিনেমা। শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে সিনেমাটি বানিয়েছেন।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ যৌথ প্রযোজনায় নির্মিত। বিগ বাজেটের এই সিনেমায় শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।