• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৩৯    ঢাকা সময়: ২১:৩৯

কোমরে বেল্ট বেঁধে রাকুলের কারওয়া চৌথ পালন

  • বিনোদন       
  • ২১ অক্টোবর, ২০২৪       
  •       
  • ১৩:৫০:৫৩

দেশকন্ঠ অনলাইন :  শরীরচর্চা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ৮০ কেজি ওজনের ডেডলিফট (বারবেল বা বার তোলা) তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই নায়িকা। যদিও আগের চেয়ে কিছুটা সুস্থ এই নায়িকা।

রোববার (২০ অক্টোবর) ছিল কারওয়া চৌথ বা করবা চৌথ। কোমরে বেল্ট বেঁধে দিনটি পালন করেন রাকুল। যার কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এ পোস্টে রাকুল প্রীত সিং লেখেন, ‘আমার সূর্য, চন্দ্র, পৃথিবী, আমার সবকিছু। আমাদের পক্ষ থেকে কারওয়া চৌথের শুভেচ্ছা।’

এসব ছবিতে দেখা যায়, টুকটুকে লাল রঙের চুড়িদার পরেছেন রাকুল। কোমরে বাঁধা বেল্ট। গলায় মঙ্গলসূত্র। সিঁদুরে রাঙানো সিঁথি। অন্যদিকে, স্ত্রী রাকুলের সঙ্গে রং মিলিয়ে জ্যাকি ভাগনানি পরেছেন ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি। একটি ছবিতে চাঁদ দেখে জ্যাকির মুখ দেখছেন রাকুল। কোনোটিতে জ্যাকিকে চুমু খাচ্ছেন রাকুল। কোনোটিতে রাকুলকে চুমু খাচ্ছেন জ্যাকি।

ভারতে বেশ কিছু রাজ্যে বিবাহিত নারীদের কাছে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো, কারওয়া চৌথ। এ দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে সূর্যোদয়ের সময় থেকে উপোষ করেন নারীরা এবং সন্ধ্যায় চাঁদ দেখার পর উপোষ ভাঙেন। বিয়ের পর প্রথমবার করবা চৌথ পালন করলেন রাকুল।

রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। তামিল ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন— কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। গত ১২ জুলাই মুক্তি পায় এটি।

বর্তমানে রাকুলের হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘ইন্ডিয়ান থ্রি’, ‘দে দে পেয়ার দে’, ‘মেরি পত্নী কা রিমেক’।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।