• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২৫    ঢাকা সময়: ১৭:২৫

চার ঘন্টা পর স্বাভাবিক ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

দেশকন্ঠ অনলাইন : শ্রমিক অবরোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চার ঘন্টা চলাচল বন্ধ থাকার পর দাবি পূরণের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২১ দফার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যেতে বললে, দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণা দেন তারা। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের দু’পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। তিনি আন্দোলনকারীদের অবরোধ তুলে নেবার অনুরোধ করেন এবং দাবি পূরণের আশ্বাস দেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মালিক পক্ষের  সাথে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। দুপুর ১২টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দেশকন্ঠ//


 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।