• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:২৭    ঢাকা সময়: ১৭:২৭

গোয়ালন্দে শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে

দেশকন্ঠ অনলাইন : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। এই ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পৌরসভার ১নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা দিয়ে পিটিয়ে ওই শিয়ালটিকে মেরে ফেলে।

আহতদের মধ্যে আছেন দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২), এবং মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শরিফ ইসলাম জানান, আহতদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও টিটেনাস ভ্যাকসিনসহ অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে আহতদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে ৩ হাজার টাকা দিয়ে কিনে ভ্যাকসিন নিতে হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার মোঃ শরিফ ইসলাম বলেন, গোয়ালন্দে শিয়ালের কামড়ের ঘটনা অনেক বেড়ে গেছে। গতকাল রাতে শিয়ালের কামড়ে আহত ৯ জন হাসপাতালে আসেন এবং তাদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও টিটেনাস ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। তারা এখন সবাই বাড়িতে আছেন।এসময় এলাকাবাসীকে শিয়ালের আক্রমণ থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।