• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:১৪    ঢাকা সময়: ০৩:১৪

ইলন মাস্ক যুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে

দেশকন্ঠ অনলাইন : এবার বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্ত হলেন নবনির্বাচিত মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে। প্রতিরক্ষাসহ আরও বেশ কয়েকটি বিভাগেও ঘোষণা করা হয়েছে নতুন নাম।মঙ্গলবার (১২ নভেম্বর) এবারের নির্বাচনে দুই বড় সমর্থককে দায়িত্ব দেয়ার ঘোষণা দেন ট্রাম্প।

বিবৃতিতে ট্রাম্প জানান, যৌথভাবে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা  সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ধনকুবের প্রযুক্তিবিদ ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। এরমধ্য দিয়ে বেসরকারি খাতের দুই সমর্থককে পুরস্কৃত করলেন ট্রাম্প।

ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সের মালিক। অন্যদিকে বিবেক রামাস্বামী খ্যাতনামা ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা।

‘ডিওজিই’ নামে ওই বিভাগ সরকারি ব্যয় কমানো, বিধিবিধানের সংস্কার ও আমলাতন্ত্র দূর করার জন্য কাজ করবে। এরজন্য ২০২৬ সালে ৪ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছেন ট্রাম্প।

মাস্ক ও বিবেক ছাড়া আরও নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এরমধ্যে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ’র প্রধান হিসেবে সাবেক জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জন র‌্যাটক্লিফ ও মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মাইক হাগবি’র নাম ঘোষণা করেছেন ট্রাম্প।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।