• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০০:৫৬    ঢাকা সময়: ১০:৫৬

অস্কারের দৌড়ে শামিল ইমনের গান ‘ইতি মা’ যা বললেন গায়িকা

  • বিনোদন       
  • ০৫ ডিসেম্বর, ২০২৪       
  • ২৬
  •       
  • ২০:৪৯:৪৯

দেশকন্ঠ অনলাইন : ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড৷ চলছে শেষ মুহূর্তে যাচাই-বাছাইয়ের কাজ ৷ সারা বিশ্ব থেকে প্রায় ৮৯ গান ও ১৪৬টি আবহসংগীতকে তালিকায় রাখা হয়েছে। সেখানেই জায়গা করে নিয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া একটি গান। সেই সঙ্গে এই প্রথম অস্কারের দৌড়ে শামিল হলেন এক বাঙালি গায়িকা।

ইমনের কণ্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি৷ ইতোমধ্যে জাতীয় পুরস্কার ঝুলিতে পুরেছেন গায়িকা৷ এবার তার হাত ধরে অস্কারের দৌড়ে শামিল হলো বাংলা গান৷ আপামর বাঙালির মুখ উজ্জ্বল করলেন ইমন৷

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এ তার গাওয়া ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে অস্কারের নমিনেশনের তালিকায়। তবে পুরস্কার দেওয়ার আগে চলবে চুলচেরা বিশ্লেষণ৷ প্রতিযোগীরাও কম দাপুটে নয়৷ লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের টক্কর দিয়ে অস্কারের পুরস্কার জিততে হবে ইমনকে।

কান ফেস্টিভ্যালে জায়গা করে নেওয়া ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি ‘পুতুল’-এর গান ‘ইতি মা’৷ চলতি বছর শিশু দিবসেই মুক্তি পাওয়া গানটি যে বিশ্বদরবারে সাড়া ফেলবে, তা ভাবতে পারেননি খোদ এই গানের শিল্পী ইমন চক্রবর্তীও৷ মঙ্গলবার হঠাৎ করেই এলো খবর৷

অন্যান্য দিনের মতো সকাল থেকেই ব্যস্ত ছিলেন গায়িকা। রিয়্যালিটি শো সারেগামাপার বিচারক পদে রয়েছেন ইমন৷ সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি৷ তারই মাঝে অস্কার নমিনেশনের খবর পেয়ে হতবাক খোদ ইমন৷ রিয়্যালিটি শোর সতীর্থদের সঙ্গে খবর শেয়ার করে নেওয়ার পর ফোন করেন স্বামী নীলাঞ্চনকে৷ এই খবরের ঘোর কাটিয়ে বেশ কিছু সময় লেগে যায় গায়িকার৷
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।