• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:০৬    ঢাকা সময়: ১১:০৬

এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপনের মিস ফ্রান্স মুকুট জয়

  • বিনোদন       
  • ১৫ ডিসেম্বর, ২০২৪       
  •       
  • ২০:২৪:২২

দেশকন্ঠ অনলাইন : চৌত্রিশ বছর বয়সী ফরাসি ক্যারেবিয় দ্বীপ মার্টিনিকের অধিবাসী ফ্লাইট এটেনডেন্ট এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপন শনিবার এ বছরের মিস ফ্রান্সের মুকুট পরেছে।
 
বিজয়ের পর এঞ্জেলিক চব্বিশ উর্ধ্ব নারী, বিবাহিতা, এমনকি মা মেয়েদের মিস ফ্রান্স প্রতিযোগীয়তায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে আয়োজকেরা বলেছেন, সময়ের সাথে সাথে তারাও বদলে যাচ্ছেন।

মিস ফ্রান্স মুকুট পরার পর এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপন বলেছেন, এই আমিই ২০১১ সালে মিস মার্টিনিকের প্রথম রানারর্সআপ হয়েছিলাম। সেই আমি এখন আপনাদের সামনে ক্যারেবিয়ান দ্বীপের প্রতিনিধিত্ব করছি।
 
চুড়ান্ত পর্বে ডাক্তার ও ডেন্টিস্টসহ ৩০ জন নারী অংশ নেয়। সাতারের পোশাক পরে প্যারেড করে।   

এঞ্জেলিক আঙ্গারনি ফাইলোপন এখন মিস ফ্রান্স ফার্ম থেকে এ বছরের বেতনের সমান টাকা পাবেন; পাবেন প্যারিসে এপার্টমেন্টে থাকার সুযোগ। আরও নানাকিছু উপহার। ৩৫ বছর পর মিস নেদারল্যান্ডস প্রতিযোগিতা বাতিল হলে, গত শনিবার মিস ফ্রান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।