• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:৩৩    ঢাকা সময়: ১৯:৩৩

কালিগঞ্জে বিজয় দিবস ফুটবলে সূর্যের হাসি চ্যাম্পিয়ন

দেশকণ্ঠ অনলাইন : গাজীপুরের কালিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সূর্যের হাসি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে চাঁদের আলোকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা জয় করে। উপজেলার নোয়াপাড়া হাই স্কুল মাঠে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। মোক্তারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন, এই আয়োজন করে।
 
টুর্নামেন্টের উদ্ভোধন করেন জাসাস কালিগঞ্জ থানার সাবেক সভাপতি ও মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভুইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলাল, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ শেখ। উপস্থিত ছিলেন ফজলে রাব্বি তাপস, বোরহানউদ্দিন ডিপটি, মাসুদুল হাসান শামীম, নাজমুল শিকদার, শহিদ হাসান, আইবুর রহমান মাসুম, লতিফ খন্দকার, মোক্তাজুল ইসলাম, জাকির হোসেন, নীরব মোঃ সাইফুল্লাহ, ইসমাইল হোসেন, নেয়ামতউল্লাহ, এনামুল হাসান, শফিকুল ইসলাম, রুহুল আমিন,  সাত্তার, নাসির হোসেন, মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশকণ্ঠ/আসো 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।