• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:৪০    ঢাকা সময়: ১৪:৪০

খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিকাশে ইরান পাশে থাকবে : রাষ্ট্রদূত

  • শিক্ষা       
  • ২৩ ডিসেম্বর, ২০২৪       
  • ১৩
  •       
  • ২১:৩৮:২৬

দেশকন্ঠ অনলাইন : বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেছেন, তার দেশ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একাডেমিক ও গবেষণা কার্যক্রমের উন্নতির জন্য পাশে থাকবে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় একটি আধুনিক ভাষা কেন্দ্র চালু করার মাধ্যমে ইরান প্রাথমিক পর্যায় থেকেই বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল। তবে পরে নানা কারণে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা এবং অর্থবহ কর্মসূচি জোরদার করতে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো খুবি’র সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখাবে। খুব শিগগিরই খুবি ও ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।

প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপ-উপাচার্য্য অধ্যাপক হারুনুর রশীদ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের এক চিত্র তুলে ধরেন। তিনি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।