• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৩১    ঢাকা সময়: ০৮:৩১

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমছে? চোখ ভালো রাখতে করণীয়

  • স্বাস্থ্য       
  • ৩১ ডিসেম্বর, ২০২৪       
  • ১০
  •       
  • ২১:৫৫:২৪

দেশকন্ঠ  অনলাইন :  চোখ খুবই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঙ্গ। যা বিশ্বকে দেখতে সাহায্য করে থাকে আমাদের। চোখ না থাকলে পৃথিবীর আলো-ছায়া ও সৌন্দর্য, কিছুই দেখার সুযোগ হবে না। আবার নিজের দৈনন্দিন চলাফেরা ও প্রয়োজনীয় কাজও সম্ভব হবে না। অর্থাৎ চোখের কোনো বিকল্প হয় না।

গুরুত্বপূর্ণ এই চোখের নানা কারণেই ক্ষতি হতে পারে। এর মধ্যে অন্যতম বয়সজনিত চোখের সমস্যা। এ ক্ষেত্রে দেখা যায় প্রেসবায়োপিয়া বা কাছের বিষয়বস্তু দেখতে সমস্যা হওয়া, ম্যাকুলার অবক্ষয় বা রেটিনার কেন্দ্রীয় অংশের ক্ষতি বা ছানির মতো সমস্যা। এ জন্য চোখের যত্ন নেয়া প্রয়োজন।

স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদানকারী ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে জানিয়েছে, বয়স বৃদ্ধির সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো জটিলতা চোখের স্বাস্থ্যকে প্রভাবিত করে থাকে। এ জন্য চোখ ভালো রাখতে সতর্ক, সচেতন এবং স্বাস্থ্যকর জীবনযাপনে খেয়াল রাখতে হবে। এবার তাহেল চোখের স্বাস্থ্য ভালো রাখতে করণীয়গুলো জেনে নেয়া যাক।

স্ক্রিন টাইম সীমিত করা: চোখ ভালো রাখতে স্ক্রিন টাইমের ক্ষেত্রে ২০-২০-২০ নিয়ম মেনে চলতে পারেন। প্রতি ২০ মিনিটে ডিজিটাইল আই’র সমস্যা এড়াতে এবং দীর্ঘ স্ক্রিন ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি সমস্যা রোধে ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরত্বের কিছুতে চোখ রাখুন।

সুষম খাদ্য বজায় রাখা: ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও লুটেইন সমৃদ্ধ খাবার রাখতে হবে প্রতিদিনের খাদ্যতালিকায়। এছাড়া শাক-সবজি, মাছ, গাজর ও বাদাম খেতে হবে। এসবে থাকা পুষ্টি উপাদান অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে, রেটিনার স্বাস্থ্যের উন্নতি করে এবং ম্যাকুলার অবক্ষয় ও ছানির ঝুঁকি হ্রাস করে।

নিয়মিত ব্যায়াম: শারীরিক কার্যক্রম রক্ত সঞ্চালন উন্নত করে থাকে। এতে সঠিক অক্সিজেন সরবরাহ নিশ্চিতসহ চোখের রোগ প্রতিরোধে উপকার পাওয়া যায়। আবার শরীরের টক্সিন বের করে সুস্বাস্থ্য বজায় রাখতেও সহায়ক হিসেবে কাজ করে।

হাইড্রেটেড থাকা: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এতে চোখের আর্দ্রতা বজায় থাকবে। আবার শুষ্ক চোখের সিন্ড্রোমের ঝুঁকি হ্রাস করবে। যা বয়সের সঙ্গে খুবই সাধারণ হয়।

ধূমপান ত্যাগ করা: ধূমপানের অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে। কেননা, ধূমপান ছানি, ম্যাকুলার ডিজেনারেশন ও ড্রাই আই সিনড্রোমের ঝুঁকি বৃদ্ধি করে। এ জন্য যত তাড়াতাড়ি সম্ভব ধূমপান ছাড়তে হবে।

ঘন ঘন হাত ধোয়া: চোখে কখনো নোংরা হাত দিয়ে স্পর্শ করা যাবে না। এতে চোখের অনেক রোগ হয়। অনেক সময় নিজের অজান্তেই চোখে হাত দেয়া হয়। তাই চোখ ভালো রাখতে কিছুক্ষণ পরপর হাত ধুয়ে জীবাণুমুক্ত রাখতে পারেন।

সানগ্লাস পরা: সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করার শতবাগ ইউভি সুররক্ষাসহ সানগ্লাস ব্যবহার করুন। যা কিনা আপনার চোখে ছানি ও ম্যাকুলার অবক্ষয় করতে সহায়তা করে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।