• সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:০৬    ঢাকা সময়: ০৭:০৬

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দেশকন্ঠ অনলাইন : নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারিসহ তিনজন নিহত হয়েছেন।  এসময় আহত হন অনন্ত পাঁচজন।

বুধবার সকালে উপজেলার হাটাবো এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার রাম দাস, একই এলাকার ইবাদুল্লাহ ও নতুন বাজার এলাকার হৃদয় মিয়া।

পুলিশ জানায়, সকাল দশটার দিকে হাটাবো এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাতে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি  প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এসময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

একই সড়কে সকাল ৭টার দিকে রূপগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হাটাবো জেলেপাড়া এলাকায়  বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ইটবহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় মিয়া নামে আরেক যুবক নিহত হন।

এসময় তার সঙ্গে থাকা মুন্না ও শান্ত দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ। পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ও ইটবহণকারী ট্রলি চালক প্রাইভেটকার ও ইটবহকারী ট্রলিটি আটক করা হয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।