• সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৫৪    ঢাকা সময়: ০৬:৫৪

১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন

  • বাণিজ্য       
  • ০২ জানুয়ারি, ২০২৫       
  • ১৫
  •       
  • ২২:৫৮:৩৮

দেশকন্ঠ  অনলাইন : রাষ্ট্রীয় চুক্তির (জি-টু-জি) আওতায় ৭টি দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আগামী জুনের মধ্যে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ি এ তেল ক্রয় করার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে  বৃহস্পতিবার সচিবালয়ে  ক্রয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের এক ক্রয় প্রস্তাবের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয় বলে সভা শেষে জানানো হয়।  এসময় জানানো হয় যে, আগামী জুনের মধ্যে ৭টি দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে (থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও ভারতের আইওসিএল) পাঁচ ক্যাটাগরির ১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।

পাঁচ ক্যাটাগরির পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৮ লাখ ৮০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল),  ১ লাখ ৯০ হাজার টন জেট এ-১ ফুয়েল,  ৭৫ হাজার টন মোগ্যাস (অকটেন),  ২ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।