• শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৮:২০    ঢাকা সময়: ১৮:২০

তিন তারকা এনেও বিপিএল থেকে রংপুরের বিদায়

  • ক্রীড়া       
  • ০৩ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ৮৬
  •       
  • --

দেশকন্ঠ  অনলাইন : এবারের বিপিএলে শুরুর দিকে টানা আট ম্যাচ জিতে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স। এরপর টানা চার হারে টেবিলের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করে নুরুল হাসান সোহানের দল। এলিমিনিটরে লড়াইয়ের আগে দলের শক্তিও বাড়ায় রংপুর।

আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারকে উড়িয়ে আনে উত্তরবঙ্গের দলটি। তবে তা কাজে আসেনি। ব্যর্থ হন এই তিন তারকা ক্রিকেটার। সেইসঙ্গে খুলনার কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর। অন্যদিকে দুর্দান্ত জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান নেন রংপুরের অধিনায়ক সোহান। মিরাজ ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ১৬ ওভার ৫ বলে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর।

শুরু থেকে রংপুরকে চেপে ধরে মিরাজ ও নাসুম। রংপুরের হয়ে ব্যর্থ ছিলেন তিন বিদেশি তারকা। ভিন্স ১, টিম ডেভিড ৭ ও রাসেল করেন ৪ রান। অধিনায়ক সোহানের ২৫ বলে ২৩ ও আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানে ভর করে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। নাসুম ও মিরাজ নেন ৩টি করে উইকেট।  

৮৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মিরাজ। এরপর ক্রিজে আসা অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার নাইম শেখ।

রংপুরের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। রংপুরের বোলারদের কোনো সুযোগ না দিয়ে ৫৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। নাইম ৩৩ বলে ৪৮ ও রস ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।