• শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৫:১৮    ঢাকা সময়: ১৫:১৮

সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

  • অন্যান্য সংবাদ       
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ২৫
  •       
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined offset: 1

    Filename: public/news_details.php

    Line Number: 60

    Backtrace:

    File: /home/teamdjango/public_html/deshkontho.com/application/views/public/news_details.php
    Line: 60
    Function: _error_handler

    File: /home/teamdjango/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
    Line: 72
    Function: view

    File: /home/teamdjango/public_html/deshkontho.com/index.php
    Line: 315
    Function: require_once

দেশকন্ঠ  অনলাইন : সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর কেন্দ্রীয় মিলনায়তন ও কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫।তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ অনেকে।
কামরুন নাহার সিদ্দীকা বলেন, আজকে নতুন তরুণ উদ্যোক্তারা কিভাবে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চান এবং তাদের চিন্তাভাবনাগুলো কিভাবে পৃষ্ঠপোষকতা করা যায়- এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি, আজকের আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা তাদের কর্মকৌশল সবার সামনে উপস্থাপনের সুযোগ পেলেন। তিনি বলেন, তরুণরা সাধারণত চাকরির পেছনে ছুটতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এ কারণে নতুন নতুন উদ্যোগের সঙ্গে যদি তরুণদের সম্পৃক্ত করা যায় বা তাদের চিন্তাভাবনাকে নার্সিং করা যায়, তবে তারা সহজেই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারবে। আইসিটি সেক্টর তরুণদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে কামরুন নাহার সিদ্দীকা বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই। এমনকি তাদের চিন্তা চেতনা আমাদের জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে, এই লক্ষ্যে আইসিটি ডিভিশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট ও দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। ‘স্টার্টআপ ফান্ডামেন্টালস : মাস্টারিং দ্যা এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং এ বিজনেস’- শীর্ষক মাস্টারক্লাসে বক্তব্য রাখেন এন্ডুরিংএক্সের প্রতিষ্ঠাতা, টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ। এছাড়াও ‘দ্যা স্টার্টআপ জার্নি: অ্যান ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং এ বিজনেস ফ্রম দ্যা গ্রাউন্ড আপ’- শীর্ষক ফায়ারসাইড চ্যাটে বক্তব্য রাখেন বিডিজবস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর,  অথল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান জুয়েল।পরবর্তীতে ‘ফ্রম আইডিয়া টু স্কেল : দ্যা স্টার্টআপ জার্নি’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট : নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ফ্রম আইডিয়া টু স্কেল : দ্যা স্টার্টআপ জার্নি’ শীর্ষক প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

প্যানেলিস্ট হিসেবে ছিলেন- শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী, সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুবীর মাহমুদ চৌধুরী, ইনভার্স এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা এরশাদুর রহমান তালুকদার, সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক, টেকনেক্সট ও স্টাফ এশিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফারহাত শফি চৌধুরী প্রমুখ। ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর সিলেট পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক ও দাঁড়িকমা। ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল ও কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেল গুলোকে উৎসাহিত করা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।