• শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৪২    ঢাকা সময়: ০৮:৪২

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতে রওনা হচ্ছে টাইগাররা

  • ক্রীড়া       
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ৩০
  •       
  • ২৩:১৯:০৩

দেশকন্ঠ  অনলাইন : আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকা থেকে প্রথমে দুবাই যাবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বিশ্বের সেরা আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে পাকিস্তানে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ টাইগার দলের সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুবাইয়ে জাতীয় দলের অনুশীলনে সহায়তার জন্য দুই পেসার হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের পর দেশে ফিরবেন হাসান ও খালেদ।বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।