• শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:৪৪    ঢাকা সময়: ১৮:৪৪

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতল ব্রাজিল

  • ক্রীড়া       
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ২৭
  •       
  • ২২:৩১:৩৯

দেশকন্ঠ অনলাইন : চিলিকে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা ঠিকঠাকভাবেই সেরে রেখেছিল ব্রাজিল। ব্রাজিলকে টপকে শিরোপা ছুঁতে হলে প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোল করে জিততে হতো আর্জেন্টিনাকে। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে হেরে যাওয়াতেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের শিরোপা। চিলিকে ৩-০ গোলে হারানোর সুবাদে টানা দ্বিতীয়বারের মতো কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল সেলেসাওরা।

এবারের শিরোপা লড়াইটা গিয়েছিল শেষ রাউন্ড পর্যন্ত। ৪ রাউন্ড শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০। শেষ ম্যাচে তাই অপেক্ষা করছিল জমজমাট এক লড়াই। গ্রুপ পর্বে এই আর্জেন্টিনার কাছেই ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। চূড়ান্ত পর্বে অবশ্য ১-১ গোলে ড্র করে দুই দল।

শেষ রাউন্ডের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে ব্রাজিল। আর্জেন্টিনার তাই শুধু জয়ই নয়, দরকার ছিল ৪ গোলের জয়। শেষ পর্যন্ত জয় তো আসেইনি, উলটো প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ১৩ পয়েন্ট নিয়ে তাই চ্যাম্পিয়ন হয় ব্রাজিলই। দক্ষিণ আমেরিকার এই অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ব্রাজিলের ১৩তম শিরোপা, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তারাই। উরুগুয়ে ৮ শিরোপা নিয়ে আছে দ্বিতীয় স্থানে, আর্জেন্টিনা শিরোপা জিতেছে ৫বার।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।