• সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:১৭    ঢাকা সময়: ১৪:১৭

হোয়াইট হাউসের বাইরে অস্ত্রধারীকে গুলি ট্রাম্পকে হত্যাচেষ্টা

দেশকন্ঠ  অনলাইন : হোয়াইট হাউসের বাইরে এক অস্ত্রধারীকে গুলি করেছে মার্কিন সিক্রেট সার্ভিস (ইউএসএসএস)। রোববার স্থানীয় সময় সকালে ওই লোক সেখানে যায়। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। ওই লোক তাঁকে গুলি করতে সেখানে গিয়েছিলেন কি না, তা জানা যায়নি।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ঘটনার পরপরই এসব তথ্য জানায় মার্কিন সিক্রেট সার্ভিস। ওই ব্যক্তি আত্মহত্যাপ্রবণ বলে জানান সংস্থাটির যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি। ওই ব্যক্তি ইন্ডিয়ানা থেকে সেখানে গেছেন বলে জানান তিনি। এক বিবৃতিতে অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা দেখতে পান ওই ব্যক্তি অস্ত্র নিয়ে সেখানে এসেছেন। জায়গাটা হোয়াইট হাউসের ঠিক বাইরে। সেখানে রাখা একটি গাড়ির কাছে ছিলেন ওই ব্যক্তি। তবে তিনি হামলা করতে উদ্যত ছিলেন না।

অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, প্রথমে ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হলে তিনি থামেননি। পরে তাঁকে গুলি করা হয়। ওই লোককে হাসপাতালে নেয়া হয়েছে। তাঁর সর্বশেষ অবস্থা জানা যায়নি। এ ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।গুগলিয়েলমি বলেন, ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগের ফোর্স ইনভেস্টিগেশনস টিম এই ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে। তারাই কলম্বিয়া জেলায় এ ধরনের ঘটনার তদন্ত করে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।