• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৩৪    ঢাকা সময়: ২৩:৩৪

যুক্তরাষ্ট্রের পার্কে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৩

দেশকন্ঠ অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের লাস ক্রুসেস শহরে একটি পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি অবৈধ গাড়ি প্রদর্শনীতে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।  খবর বিবিসির।শুক্রবার (স্থানীয় সময়) রাত ১২টার দিকে ইয়ং পার্কে একটি অবৈধ গাড়ি প্রদর্শনীর সময় দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে গুলিবিনিময়ে রূপ নেয়। শনিবার এক সংবাদ সম্মেলনে লাস ক্রুসেস পুলিশ প্রধান জেরেমি স্টোরি এসব তথ্য জানান। তিনি বলেন, কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে সংশ্লিষ্ট বিভাগ প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান করছে।পুলিশ আরও জানিয়েছে, গুলিবর্ষণে ১৯ বছর বয়সী দুই পুরুষ এবং ১৬ বছর বয়সী এক বালক নিহত হয়েছে।

জেরেমি স্টোরি বলেন, দুটি দলের মধ্যে ঝগড়া হয় এবং সেই ঝগড়া উভয় দলের মধ্যে গুলিবিনিময় পর্যন্ত গড়ায়। ক্রসফায়ারে বেশ কয়েকজন আহত হন। গাড়ি প্রদর্শনীর আগে থেকেই দুটি দলের মধ্যে অসন্তোষ ছিল। ঘটনাস্থলে প্রায় ৫০-৬০টি হ্যান্ডগানের গুলির খোসা পাওয়া গেছে। অপরাধস্থলটি বিশাল এবং পার্কে প্রায় ২০০ জন লোক উপস্থিত ছিলেন। গুলিবিনিময়ের ঘটনায় আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছর। কর্তৃপক্ষ এখনো কোনো হতাহতের নাম প্রকাশ করেনি।

স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান মাইকেল ড্যানিয়েলস বলেন, চিকিৎসার জন্য সাতজনকে টেক্সাসের নিকটবর্তী এল পাসোতে পাঠানো হয়েছে, যা নিউ মেক্সিকো সীমান্তের ঠিক পাশে অবস্থিত। এ ছাড়া চারজন হতাহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে তদন্তের কাজে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছে পুলিশ। তাদের কাছে কোনো তথ্য বা ভিডিও থাকলে পুলিশের কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।