দেশকন্ঠ অনলাইন : চলতি হজ মৌসুমকে কেন্দ্র করে হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। আগামী ২৩ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে, যা ২৯ এপ্রিল থেকে আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, শুধুমাত্র সরকারি হজ ভিসাধারী, মক্কার নিবাসী, বৈধ পারমিটধারী কর্মী এবং পবিত্র স্থান রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা মক্কায় প্রবেশ করতে পারবেন।
ওমরাহ পারমিট ইস্যু করার প্রক্রিয়া ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এই সময়কালে যেকোনো অননুমোদিত প্রবেশচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হজের সুশৃঙ্খল ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। চলতি বছর প্রায় ২০ লাখ মুসল্লি হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।