• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৪৩    ঢাকা সময়: ২৩:৪৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাস

দেশকন্ঠ  অনলাইন : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউসের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে। হোয়োইট হাউসের অভ্যন্তরীণ গোপন নথিতে এই প্রস্তাব দেখতে পেয়েছে বলে প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।জাতিসংঘ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।

প্রতিবছর জাতিসংঘের নিয়মিত মূল বাজেটের ২২ শতাংশ বা ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এছাড়া ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার শান্তিরক্ষা মিশনের ২৭ শতাংশ দেয় দেশটি। এই আর্থিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য যে তহবিলের অনুরোধ জানিয়েছে, তার জবাবে হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) দফতর যে জবাব দিয়েছে, সেখানে শান্তিরক্ষা মিশনের জন্য তহবিল বাতিলের সুপারিশ রয়েছে। তারা মার্কিন পররাষ্ট্র দফতরের মোট বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে চায়।

তবে নতুন যে বাজেট তৈরি করা হবে, সেটিকে অবশ্যই কংগ্রেসে অনুমোদন পেতে হবে। যেসব কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে, কংগ্রেস চাইলে এর কিছু অথবা পুরোটাই পুনর্বহাল করতে পারে। হোয়াইট হাউসের বাজেট অফিস যে প্রস্তাব দিয়েছে, মঙ্গলবারের মধ্যে তার জবাব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র দফতরের।এর আগে প্রথম মেয়াদের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সহায়তা বাজেটের এক তৃতীয়াংশ কাটছাঁট করতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস ট্রাম্পের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
সূত্র: রয়টার্স
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।