দেশকন্ঠ অনলাইন : মৌলভীবাজারে ১৫ দিনব্যাপী একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উৎসবের ১২তম দিনে অনুষ্ঠিত হয়েছে মনিপুরি নৃত্যানুষ্ঠান। একুশে মৌলভীবাজার পরিবারের উদ্যোগে আয়োজিত এ নৃত্যানুষ্ঠানে মনিপুরি বিভিন্ন কলা-কৌশলের উপর নৃত্যানুষ্ঠানে অংশ নেন মনিপুরি মৈতৈ সম্প্রদায়ের শিল্পীরা।একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমীর নৃত্য বিভাগের চেয়ারম্যান তামান্না রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গবেষক ও লেখক আহমদ সিরাজ, সাংবাদিক দেবদুলাল চক্রবর্তী, বর্ন চক্রবর্তী ও চিত্র শিল্পী বিপ্লব দেব।
এছাড়া উৎসবের ১১তম দিনে অনুষ্ঠিত হয়েছে পান গুছি করা প্রতিযোগীতা। খাসিয়া সম্প্রদায়ের প্রধান পেশা হলো পান চাষ। এই পান জুম থেকে তুলে এনে গুছি করে বাজারে বিক্রির জন্য পাঠাতে হয় বাজারে। আর এই কাজটুকু করেন খাসিয়া নারীরা। এটি গুছি করারও রয়েছে একটি আলাধা কৌশল। আর এই পান গুছি করার উপর একুশে মৌলভীবাজার পরিবারের উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ প্রতিযোগীতা। একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল লাউয়াছড়া পুঞ্জির প্রধান ফিলা পতমী।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।