দেশকন্ঠ অনলাইন : জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। প্রতিনিয়তই বাড়ছে হুমকি পাল্টা হুমকি। এমনকি যে কোনো সময় যুদ্ধ বাধারও আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন এবং কাশ্মীর নিয়ে ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রোববার (৪ মে) দুই নেতার কথোপকথনের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য কাজ করতে প্রস্তুত। আলোচনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। টেলিগ্রামে পোস্ট এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ এবং নয়াদিল্লির পক্ষ থেকে পারস্পরিক ইচ্ছার ক্ষেত্রে, কাশ্মীরের পহেলগাম এলাকায় ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ফলে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়া প্রস্তুত থাকার ওপর জোর দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে মতবিরোধ নিরসনের আহ্বান জানানোর দুই দিন পর ইসহাক দারের সঙ্গে ল্যাভরভের কথোপকথন হলো।
সম্প্রতি পেহেলগামের পাহাড়ি পর্যটন কেন্দ্রে হামলা চালিয়ে সন্ত্রাসীরা কমপক্ষে ২৬ জনকে হত্যা করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি বেশ কয়েকটি যুদ্ধ, বিদ্রোহ এবং কূটনৈতিক অচলাবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।রাশিয়া কয়েক দশক ধরে ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী এবং সোভিয়েত আমল থেকেই নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।