দেশকন্ঠ অনলাইন : কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ফের তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। পরিস্থিতির দ্রুত প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা বাহিনী রাতের আঁধারে চালায় এক বৃহৎ অভিযানে, যার কোডনেম ছিল ‘অপারেশন সিঁদুর’। এই সামরিক পদক্ষেপে পাকিস্তান ও পিওকে-র (পাক-অধিকৃত কাশ্মীর) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
চলমান উত্তেজনার আবহে আইপিএল ২০২৫ আয়োজন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে—টুর্নামেন্ট নির্ধারিত সময়েই হবে। এনডিটিভির খবরে জানা গেছে, বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা এএনআইকে বলেন, “বর্তমান পরিস্থিতিতে সূচি বদলানোর প্রয়োজন দেখা যায়নি। প্রতিযোগিতা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই এগোবে।”
যদিও নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলেও, অতীত ইতিহাস বলছে আইপিএল খুব সহজে বন্ধ হওয়ার নয়। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য প্রতিযোগিতা আয়োজন হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-র সূচনা ভাগ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা অতিমারির সময় ২০২০ ও ২০২১ সালের আসরও আয়োজিত হয়েছিল বিদেশে। তবে ২০২৩ থেকে ভারতের মাঠেই পুরোদমে ফিরেছে লিগ, এবং বর্তমান সংকট সত্ত্বেও ২০২৫-এর আসর সঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিসিআই।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।