• সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৬:০৫    ঢাকা সময়: ০২:০৫

বিশ্বকাপে হঠাৎ ছন্দপতন জ্যোতিদের

  • ক্রীড়া       
  • ১১ অক্টোবর, ২০২৫       
  • ১৬
  •       
  • ০০:৪৮:৫৩

দেশকন্ঠ  অনলাইন : ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও শুরুটা ভালো করতে হয় বাংলাদেশকে। সেটা না পেলে ছন্দপতন ঘটে। গতকাল গৌহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– কোনো বিভাগেই ভালো করেননি তারা। এতে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আলআউট হয়েছে ১২৭ রানে। নিউজিল্যান্ড ম্যাচ জিতেছে ১০০ রানে। 

বিশ্বকাপে কিউইদের এটি প্রথম জয়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা নিগার সুলতানা জ্যোতিরা টানা দুই ম্যাচে হেরে গেছেন।

মারুফা আক্তারের গেম প্ল্যান ক্লিক করেনি। প্রথম স্পেলে কোনো ব্রেক থ্রু নেই। ভালো করতে না পেরে হয়তো কিছুটা চুপসে গিয়েছিলেন তিনি। পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করা মারুফা নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ছায়া হয়েছিলেন। যে কারণে তাঁকে দিয়ে ১০ ওভার বোলিং করাতে পারেননি অধিনায়ক জ্যোতি।

তিনি সাত ওভার বল করে ৫৮ রান দিয়ে ১ উইকেট নেন। স্পোর্টিং কন্ডিশনে একজন পেসার খেলানোর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, এশিয়ার বাইরের দল হওয়ায় স্পিন বোলিং কাজে লাগাতে চেয়েছিলেন তারা। এই কৌশল নিউজিল্যান্ড বুঝতে পেরেছিল। এমিলিয়া ক্যার বৃহস্পতিবার ম্যাচপূর্ব সাংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বৈচিত্র্য নিয়ে শঙ্কাও প্রকাশ করেন। আগে থেকে স্পিন বোলিং মোকাবিলার প্রস্তুতি থাকায় কিউইরা ব্যাটিং ভালো করেছে। 

প্রথম দুই ম্যাচে বোলিং বিভাগ ভালো করায় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার মাটিতে অলআউট খেলে পাকিস্তানকে উড়িয়ে দেয়। জিততে জিততে হেরে গেছে ইংল্যান্ডের কাছে। তাই এই ম্যাচে জ্যোতিদের কাছে সমর্থকদের প্রত্যাশা বেশি ছিল। কিন্তু সে আশার গুড়ে বালি ঢেলে দেন সোফি ডেভিন ও ব্রুক হ্যালিডে ১১২ রানের জুটি গড়ে। দুজনেই হাফ সেঞ্চুরির দেখা পান। 

ডেভিন ৬৩ রানে নিশিতা আক্তার বলে বোল্ড আউট হন। হ্যালিডে ৬৯ রানে ফাহিমা খাতুনের শিকার। এই জুটির কাছেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২২৭ রান। বাংলাদেশ কতটা বাজে বোলিং করেছে নিউজিল্যান্ডের চার-ছক্কা দেখলেই বোঝা যায়। ১৯টি চার ও চারটি ছয় মেরেছে তারা। লেগ স্পিনার রাবেয়া খান ১০ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। 

নিউজিল্যান্ড প্রথম জয়ের খোঁজে মরিয়া হয়েছিল। গৌহাটিতে অলআউট পারফরম্যান্স দিয়ে সেই লক্ষ্য অর্জন করে তারা। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয় পাওয়ার বোলিং দিয়ে। বাংলাদেশ স্পিন দিয়ে কিউইদের ঘায়েল করতে না পারলেও কিউইরা তাদের কুপোকাত করেছে পেস বোলিং কাজে লাগিয়ে। জেস ক্যার, রোজেমারি মায়ার, লি তাহুহু নিয়মিত বিরতি জুটি ভাঙেন। ৩৩ রানে ৬ উইকেট হারালে জ্যোতিদের পরাজয় ছিল সময়ের ব্যাপার।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।