• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৮:১৮    ঢাকা সময়: ১৮:১৮

ইউক্রেন পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু

দেশকন্ঠ  অনলাইন : দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের পর ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের ক্ষতিগ্রস্ত বিদ্যুত লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা শনিবার একথা জানিয়েছে। ওই অঞ্চলে স্থানীয়ভাবে যুদ্ধবিরতি চলছে। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে এএফপি এ খবর জানায়। ২০২২ সালের মার্চ থেকে রুশ বাহিনীর দখলে থাকা স্থানটি ২৩ সেপ্টেম্বর দশমবারের মতো গ্রিডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এই স্থাপনা থেকে জাপোরিঝিয়া অঞ্চলে বিদ্যুত সরবরাহে দীর্ঘ সময় বিঘ্ন ঘটেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘কাজ এগিয়ে নেওয়ার জন্য স্থানীয় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার পরে অব-সাইট বিদ্যুত লাইন মেরামত শুরু হয়েছে’। আইএইএ জানিয়েছে, ‘জটিল মেরামত পরিকল্পনা’ এগিয়ে নেওয়ার জন্য উভয় পক্ষই সংস্থার সাথে কাজ করেছে।এতে বলা হয়েছে, ‘পরমাণু নিরাপত্তা এবং সুরক্ষার জন্য অব-সাইট বিদ্যুত পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সংস্থাটি কত সময় লাগবে তা নির্দিষ্ট করে কিছু বলেনি। তারা আগে বলেছিল, কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে ফ্রন্ট লাইনের উভয় পাশে মেরামত প্রয়োজন। বিভ্রাটের পর থেকে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুত কেন্দ্রটি ব্যাকআপ ডিজেল জেনারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। 

আইএইএ জানিয়েছে, চুলি গুলোকে কার্যকরভাবে ঠান্ডা করার মাধ্যমে নিরাপত্তা বজায় রাখা হয়েছে। ডিনিপার নদীর তীরে এনারহোদার শহরের কাছে অবস্থিত পরমাণু কেন্দ্রটি ফ্রন্ট লাইনের কাছাকাছি। যুদ্ধের আগে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ বিদ্যুত উৎপাদনকারী এর ছয়টি চুল্লি মস্কোর নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল।তবে, দুর্যোগ প্রতিরোধের জন্য কেন্দ্রটির শীতলকরণ এবং সুরক্ষা ব্যবস্থা বজায় রাখার জন্য বিদ্যুতের প্রয়োজন।

অক্টোবরের শুরুতে মস্কো দাবি করেছিল, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্বেগের পরে জাপোরিঝিয়ায় পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। মস্কো এবং কিয়েভ বারবার একে অপরকে এই স্থানে আক্রমণ করে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি নেওয়ার অভিযোগ করেছে এবং সর্বশেষ বিদ্যুত বিভ্রাটের জন্য একে অপরকে দোষারোপ করেছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।