• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৫৩    ঢাকা সময়: ১২:৫৩

১০ লাখ টাকার স্কার্ট পরে উর্বশী বললেন ‘গরম ছুঁয়ো না

  • বিনোদন       
  • ১৪ জানুয়ারি, ২০২৩       
  • ৮৯
  •       
  • ২৩:৫২:৪২

দেশকন্ঠ ডেস্ক : চোখে কাজল, কানে দুল। ঠোঁটে হালকা লিপস্টিক। পরনে গাঢ় সবুজ রঙের পিঠখোলা স্কার্ট। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি স্থিরচিত্রে এমন লুকে ধরা দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। আর এ ছবির ক্যাপশনে লিখেছেন— ‘গরম, ছুঁয়ো না।’ বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি উর্বশী রাউতেলার মা মীরা রাউতেলার জন্মদিন ছিল। এ উপলক্ষে দুবাইয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেন তিনি। সেদিন এই পোশাকটি পরেছিলেন উর্বশী। আর এই পোশাকটির মূল্য ৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ২৪ হাজার টাকা)।

ফ্যাশন সচেতন উর্বশী দামি পোশাক পরে বছরজুড়েই আলোচনায় থাকেন। গত বছর আরব ফ্যাশন উইকে শোস্টপার হিসেবে যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানে সোনালি রঙের গাউন পরে র‌্যাম্পে হাঁটেন তিনি। এই পোশাকের জন্য উপস্থিত অতিথিদের আলাদাভাবে নজর কাড়েন।নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, উর্বশীর সোনালি রঙের এই পোশাকটি স্বর্ণ ও ডায়মন্ড দিয়ে তৈরি। যার মূল্য প্রায় ৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার বেশি)।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।