• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:২৩    ঢাকা সময়: ১৪:২৩

‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার আয় ৪৬৭ কোটি টাকা ছাড়িয়ে

  • বিনোদন       
  • ১৪ নভেম্বর, ২০২৪       
  • ১৪
  •       
  • ১৫:৪৫:৫৩

দেশকন্ঠ অনলাইন : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। গত ১ নভেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমার তৃতীয় কিস্তি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে এটি পরিচালনা করছেন আনিস বাজমি।

সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। কার্তিক আরিয়ান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছেন এ সিনেমার মাধ্যমে। যদিও সময়ের সঙ্গে সিনেমাটির আয় ওঠানামা করছে। ১৩ দিনে ঠিক কত টাকা আয় করেছে সিনেমাটি?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ১৩ দিনে শুধু ভারতে ‘ভুল ভুলাইয়া থ্রি’ আয় করেছে ২৪৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩২৭.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬৭ কোটি ৭ লাখ টাকার বেশি)।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় ‘মঞ্জুলিকা’ চরিত্র রূপায়ন করে দর্শকদের বিনোদন দেন বিদ্যা বালন। এর দ্বিতীয় সিক্যুয়েলে ছিলেন না তিনি। তবে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় আবারো ‘মঞ্জুলিকা’ রূপে হাজির হয়ে সবাইকে চসকে দিয়েছেন বিদ্যা।

তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মা প্রমুখ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।