• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:২১    ঢাকা সময়: ১৮:২১

জামালপুরে একদিনে ৮ সন্তানের জন্ম দিলেন দুই নারী

  • মতামত       
  • ২১ জানুয়ারি, ২০২৩       
  • ৪২
  •       
  • ০৯:২৯:৩৫

দেশকন্ঠ প্রতিবেদন : জামালপুরে দুই নারী একদিনে ৮ সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ও রাতে জামালপুর শহরের দুটি হাসপাতালে এসব শিশুর জন্ম হয়। সদ্যোজাতদের দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষজন। জানা গেছে, প্রথমে চার সন্তানের জন্ম দেন আতাউর হোসেন বাবুর স্ত্রী আঞ্জুয়ারা বেগম। বিয়ের সাত বছর পার হওয়ার পরও কোন সন্তানের মুখ দেখেননি দম্পতি। কিন্তু এখন একসঙ্গে চার সন্তান ঘরে আসায় আনন্দে আত্মহারা। জামালপুর শহরের দেওয়ানপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনে চার কন্যাসন্তান প্রসব করেন আঞ্জুয়ারা বেগম। গর্ভকালীন সময়ে পরীক্ষার মাধ্যমে তিনটি শিশুর কথা জানলেও চার কন্যাসন্তান পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।
 
আঞ্জুয়ারা বেগমের ননদ ছানোয়ারা বেগম বলেন, ‘আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম। তখন তিন শিশুর কথা জানতে পারি। গর্ভে শিশুদের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় ক্লিনিকে ভরতি করি। এরপর ডাক্তার সিজারের সিদ্ধান্ত নেন। সিজারের পর আমরা দেখি চার কন্যাসন্তান। আমরা এখন অনেক খুশি। অপারেশনের পরই নবজাতকদের পাঠানো হয় জামালপুর জেনারেল হাসপাতালে। সেখানে তাদের বিশেষায়িত সেবাকেন্দ্রে রাখেন চিকিৎসক। এদিকে একই তারিখে জামালপুর জেনারেল হাসপাতালে আরও চারটি শিশুর জন্ম দিয়েছে দুলেনা নামে এক গৃহবধূ। তবে তার তিনটি কন্যাসন্তান বেঁচে থাকলেও একটি পুত্রসন্তানের মৃত্যু হয়েছে। দুলেনা এর আগে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। আট সন্তানকে নিয়েই খুশি থাকতে চান তার স্বামী সাজু মিয়া। জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক প্রসন দেবনাথ বলেন, ‘হাসপাতালে থাকা প্রতিটি শিশুই নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকের ওজন স্বাভাবিকের চেয়ে কম। সাধারণত যেসব শিশুর ওজন একটু কম তাদের কিছুটা ঝুঁকি থাকেই। আমরা আমাদের সাধ্যমতো এসব শিশুদের সেবা দিয়ে যাচ্ছি।’
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।