দেশকন্ঠ ডেস্ক : আলু পরোটা (aloo paratha) খুব সহজে, অল্প সময়ে তৈরী করা যায়। পরিবারের সকলের জন্য বিকালের নাস্তায় এটি ভাল একটি আইটেম, মেহমানদারিতেও ব্যবহার করা যায়। সময় নষ্ট না করে, আসুন জেনে নেয়া যাক, আলু পরোটা বানাবেন যেভাবে।
আলু পরোটা তৈরীর উপকরণ :
উপকরণের নাম পরিমাণ
আলু ছয়/সাতটি
ময়দা দুই কাপ
কাঁচামরিচ চারটি
ধনেপাতা পরিমাণমত
কালো গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ
মাখন স্বাদমত
লবণ স্বাদমত
রান্নার পদ্ধতি
১। প্রথমে আলু সেদ্ধ করে চটকে নিন।
২। একটি ব্লেন্ডারে কাঁচামরিচ ও ধনেপাতা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার আলুর মিশ্রণের সঙ্গে কাঁচামরিচের মিশ্রণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন।
৩। ময়দার সঙ্গে আলুর মিশ্রণ মিশিয়ে খামির তৈরি করে নিন।
৪। এখন পরোটার মতো করে বেলে নিন। চুলায় ননস্টিক প্যানের ওপর মাখন দিয়ে পরোটা ভেজে নিন।
৫। চুলায় ননস্টিক প্যানের ওপর মাখন দিয়ে পরোটা ভেজে নিন।
আলু পরোটা তৈরীতো শেষ। এবার পরিবেশনের পালা। এই পরোটার সাথে মুখরোচক তরকারী বা মিষ্টি খেতে ভাল লাগবে। মিষ্টি, নিরামিষ বা বুটের ডাল, অথবা, মেয়োনিজের উপরে টক দই দিয়ে সাজিয়ে গরম-গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু আলু পরোটা।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।