• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:১৩    ঢাকা সময়: ২৩:১৩

লালমনিরহাটে চারদিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

দেশকন্ঠ  অনলাইন : জেলায় প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চারদিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমদিন ১লা বৈশাখ সোমবার সকাল ৭টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরে সকাল ৯টায় পান্তাভাত পরিবেশনা, দুপুর ২টায় লাঠি খেলা, দুপুর ২টা ৩০ মিনিটে ঘোড়দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথমদিনের কর্মসূচি সম্পন্ন হবে।

দ্বিতীয়দিন মঙ্গলবার সকাল ৯টায় সাঁতার প্রতিযোগিতা, দুপুর ১২ টায় হা-ডু-ডু, চকোরচাল ও উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ঠুস খেলা ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা, হা-ডু-ডু, চকোরচাল, ঝাঁকি জাল বুনন, চেংগুপেন্টি খেলা ও মোরগ যুদ্ধ প্রতিযোগিতা। দুপুর ১ টায় ঠুস খেলা, বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, উচ্চলম্ফ প্রতিযোগিতা ও ঘুড়ি উড়ানো। পরে দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুর ১টায় হা-ডু-ডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন শেষ হবে।

বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রনজিৎ কুমার রায় জানান, চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে গেট নির্মাণ, সড়ক সাজানো, মাঠের সৌন্দর্য বৃদ্ধি, অনুষ্ঠানে আগত লোকজনের বসার ব্যবস্থা করাসহ অনুষ্ঠান পরিচালনার প্রস্তুতি শেষ পর্যায়ে। তিনি আরও জানান, নববর্ষ উদযাপন কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকবেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইসাথে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।