দেশকন্ঠ অনলাইন : জেলায় আজ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ জানান, ১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখ সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৮.১৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শহীদ ড. শামসুজ্জোহা পার্ক পর্যন্ত পহেলা বৈশাখের শোভাযাত্রা। ৮টা ৪৫ মিনিটে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাংলা খাবারের ব্যবস্থা এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করবে।পাশাপাশি বৈশাখ মাসের প্রথম ও দ্বিতীয়দিন জেলা শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে দু’দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।