দেশকন্ঠ প্রতিবেদক : জেলায় আজ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ৩৯টি হুইল চেয়ার বিতরণ করা হয়। সমাজসেবা মন্ত্রণালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আজ দুপুর ১২টায় তার কার্যালয় প্রাঙ্গণে এই হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কল্যাণে এ পর্যন্ত যা-যা করেছেন তা অবিষ্মরণীয়। ১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র স্থাপন করে বিনামূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা দেয়ার ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই পিরোজপুরে প্রতিবন্ধী সেবা কেন্দ্র রয়েছে এবং মোবাইল থেরাপিভ্যানে করে প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রতিবন্ধীদের ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাভাতা প্রদান, প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ পরিচালনা করে প্রতিবন্ধীতার ধরণ নির্ধারণসহ তাদের কল্যাণে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করছে বর্তমান সরকার।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।