• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২৩:৩৬    ঢাকা সময়: ০৯:৩৬

কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ

মোয়াজ্জেম হোসেন রাসেল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ঢাকার অদূরে গাজীপরের কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের একাদশ ও স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ৪০০ নবীন শিক্ষার্থীকে।
 
শনিবার ১৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মু. নাজমুল ইসলামের সার্বিক তত্বাবধানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। অনুষ্ঠান সনঞ্চালনায় ছিলেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা জামান মীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
 
 
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সকল ভাষা শহীদতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, সকলকে দেশপ্রেমিক হতে হবে। বাল্য বিবাহ রোধে সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে। নিজেকে আত্বনির্ভরশীল হতে হবে। দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিঁনি বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী রোজারিও, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী প্রমুখ।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।